Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে কাচারি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাচারি মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি নিজাম উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান, ফুলবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ সেকেন্দার আলীসহ আরও অনেকে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং শিবিরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন নিশ্চিত না হলে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। এছাড়া তারা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

এই সমাবেশ ও মিছিলের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের ৫ দফা দাবির প্রতি জনমত গঠন এবং সরকারের প্রতি তাদের অবস্থান স্পষ্ট করেছে।