
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ৫৫ বিজিবি’র একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে ট্রাকভর্তি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকারও বেশি। বিজিবি সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে চোরাকারবারিরা অভিনব কৌশলে এই চোরাচালানের চেষ্টা করছিল। আটককৃত ট্রাকটি দেশের বিভিন্ন স্থানে পণ্য পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “চোরাকারবারীরা যতই কৌশল পাল্টাক না কেন, বিজিবি সবসময় কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধে কাজ করে যাবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
জব্দকৃত ট্রাক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবি’র অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।
বিজিবির এই অভিযান সীমান্তে চোরাচালান রোধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আসন্ন উৎসব মৌসুমে এ ধরনের অভিযান আরও তীব্র করা হবে বলে জানিয়েছে বিজিবি।
Comments