Image description

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুমকি উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে পদ্মা ব্যাংকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি দুমকির প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা ব্রিজে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসাইন। সমাবেশে জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

প্রধান অতিথি এডভোকেট নাজমুল আহসান তার বক্তব্যে জামায়াতের এই দাবিগুলোর প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং আগামী নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার জন্য জোরালো আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের এই আন্দোলন দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হোক।”

মিছিল ও সমাবেশে দুমকি উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সমাবেশ ও মিছিল জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক অবস্থান জোরালোভাবে প্রকাশ করেছে।