Image description

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের বিস্তারিত

সমাবেশে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল বারী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ।

সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম। এতে উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে গোডাউন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জামায়াতের ৫ দফা দাবি

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ৫ দফা দাবি তুলে ধরে। এগুলো হলো:

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন: আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের আইনি ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন।

পিআর পদ্ধতি চালু: আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।

লেভেল প্লেয়িং ফিল্ড: অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

জুলুম-নির্যাতনের বিচার: ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ: স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

প্রধান আলোচক ডা. আব্দুল বারী বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা আমাদের লক্ষ্য। আমরা চাই দেশে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক।”

প্রধান অতিথি মাস্টার আব্দুল আহাদ কবিরাজ বলেন, “জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করে। আমাদের এই আন্দোলন দেশকে দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত করার জন্য।”

বাগমারায় জামায়াতের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ ছিল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের এই ৫ দফা দাবি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।