
ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে দীর্ঘ ১৭ বছর পর যুবদলের একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে মির্জানগর তৌহিদ একাডেমি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগের টানা ক্ষমতার কারণে এই ইউনিয়নে বিগত বছরগুলোতে বিএনপি বা যুবদলের পক্ষে মিছিল, মিটিং বা সমাবেশ করা সম্ভব ছিল না। এমনকি প্রকাশ্যে বিএনপির পরিচয় দেওয়াও ছিল কঠিন, বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুল আলম শাকিল। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, জাকির হোসেন, লোকমান হোসেন শিপন, কাজী জহিরুল করিম জনি, মো. রুবেল, গোলাম কিবরিয়া পাটোয়ারী সুমন এবং সুমন চন্দ্র চক্রবর্তী।
অনুষ্ঠানটি মির্জানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজিব রাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ও শামীমুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে মনির হোসেন মিন্টু, আব্দুল আজিজ রিঙ্কু, মোহাম্মদ শাহিন, মো. শাহজাহান, মোহাম্মদ মিলনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা এই সমাবেশকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন পর এমন একটি আয়োজন তাদের রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা সংগঠনের শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
Comments