
নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে। নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা জামায়াতের এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়। প্রতিবেদনে মাওলানা মোনায়েমের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
আবদুর রাকিব জানান, সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ওঠে মোনায়েম হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে মোনায়েমের নৈতিক স্খলনের বিষয়টি নিশ্চিত হয়। ফলস্বরূপ, তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
তিনি আরও বলেন, “মোনায়েম হোসাইন কিছুটা প্রাতিষ্ঠানিক রাজনীতির শিকার হয়েছেন। তদন্তে এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও উঠে এসেছে। তবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।” তিনি স্পষ্ট করেন, মোনায়েম হোসাইনের সঙ্গে এখন থেকে জামায়াতের কোনো সম্পর্ক থাকবে না।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। জামায়াতের এই সিদ্ধান্তকে অনেকে নৈতিকতার প্রশ্নে দলের কঠোর অবস্থান হিসেবে দেখছেন। তবে মাদরাসার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।
Comments