Image description

মাদারীপুরে কিশোর-কিশোরীর প্রেমকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান রয়েছে। সোমবার দুপুরে রাজৈর উপজেলার পাখুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন জয়দেব(৪৫), গোপাল বালা(৩৫), মিন্টু বালা (৩৫), স্বপন বালা (৬০), অসিত বালা(৩০), প্রকাশ বালা(৫০), বঙ্কিম বালা(৫৭) সুজয় বালা(৩৭), তুলিরানী বালা (৩২) উত্তম বালা (৫৩) নরেশ বালা(৫৬) ও সাগর বালা(২৫) । 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাখুল্লার পরিমল বালার স্কুল পড়ুয়া মেয়ে হ্যাপী হালদারের সাথে প্রেমের সম্পর্ক হয় একই এলাকায় রনজিত বালার স্কুলপড়ুয়া নাতী ও সদর উপজেলার জালালপুরের বিপুল হালদারের ছেলে সত্যজিং হালদারের। এ নিয়ে গত একসপ্তাহ ধরে দুইপক্ষের সাথে কথা-কাটাকাটি ও উত্তেজনা চলছে। এরই জেরে সোমবার দুপুরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে নারীসহ উভয়পক্ষের ১২ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে থানায় লিখিত পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাসুদ খান।