Image description

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নং বরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চন্দনাইশ উপজেলা এলডিপির সাবেক সহ-সভাপতি মরহুম সিরাজ আহমেদের সহধর্মিণী মরহুমা রওশন আরার স্মরণে জেয়াফত ও দোয়া মাহফিল ১১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুপুরে মেজবানের আয়োজন করা হয়। এই আয়োজনে চট্টগ্রাম মহানগর ২০ নং দেওয়ান বাজার বিএনপির নেতাকর্মী, চন্দনাইশ উপজেলা এলডিপির নেতাকর্মী, চন্দনাইশ উপজেলা বিএনপির নেতাকর্মী, বরমা ইউনিয়ন এলডিপির নেতাকর্মী, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গরিব-দুঃখীদের দাওয়াত করা হয় এবং তাদের আপ্যায়ন করা হয়।

মরহুম সিরাজ আহমেদ চেয়ারম্যানের ছোট ভাই এবং চট্টগ্রাম মহানগর ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ বলেন, "আমার ভাই মরহুম সিরাজ আহমেদ ও আমার ভাবি মরহুমা রওশন আরার রুহের মাগফেরাত কামনায় মেজবান আয়োজনের মাধ্যমে আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখীদের সাথে মিলিত হয়ে তাদের দোয়া ও ভালোবাসার মাধ্যমে আমার ভাই ও ভাবির রুহের মাগফেরাত কামনা করি এবং আমার পরিবারের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।"