৫ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী ও জেলা শাখা।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী ও জেলার যৌথ উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গণমিছিল ও পরবর্তীতে জেলা প্রশাসক কুমিল্লা বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা।
স্মারকলিপি প্রদানের পূর্বে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন; জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারীর কাউন্সিলর মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল, উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক লোকমান হাকিম প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরী হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে। প্রয়োজনে পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন।
জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময় জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা, মহানগরী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তিসহ কয়েক হাজার জনতা অংশগ্রহণ করেন।
Comments