শাহজাদপুরে কোচিং সেন্টারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সিরাজগঞ্জ শাহজাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বাদ দিয়ে কোচিং সেন্টারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর। কারণ হিসাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা ভাষ্য পৌর সদরসহ উপজেলার ২২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উদ্বোধন অনুষ্ঠান করার মত পরিবেশ নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সূত্রে জানা যায়, উপজেলায় টাইফয়েড টিকা প্রদানের লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৬৫ জন। তার মধ্যে রবিবার (১২ অক্টোবর) উদ্বোধনের দিনের বিভিন্ন বিদ্যালয়ে টিকা প্রদানের লক্ষমাত্রা ছিল ১৪ হাজার ৯৭০ জন তার মধ্যে পূরন হয়েছে ১৪ হাজার ৯৪০। এ টিকা প্রদান কর্যক্রম বিদ্যালয়গুলোতে চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
এদিকে রবিবার(১২ অক্টোবর) সকালে উপজেলার পৌর সদরে রংধনু মডেল স্কুল(কোচিং সেন্টার) এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) মুশফিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আছলাম আলী প্রমুখ।
সেখানে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানার ছবি টানানো ব্যানার। যা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।
এব্যাপারে সচেতন মহলের অনেকেই বলেন, পৌর সদরে ২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার মধ্যে কি কোন বিদ্যালয়েরই পরিবেশ নেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার এমন মন্তব্য মেনে নেওয়ার মত নয়। তাহলে কি সরকারি বিদ্যালয়ে গরু ছাগল লেখা পড়া করে।
এব্যাপরে উদ্বোধন অনুষ্ঠানের অতিথি সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান কাছে জানতে চাইলে তিনি এব্যাপারে কোন মন্তব্য করতে অনিহা প্রকাশ করেন।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, এবিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বাহিরে আছেন এবং তিনি উক্ত অনুষ্ঠানেও যোগদান করেননি।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা কাছে কোচিং সেন্টারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সরকারি বিদ্যালয়গুলোতে পরিবেশ না থাকার কারনে এবং উক্ত কোচিং সেন্টার এর অর্থায়নে আয়োজন করায় আমরা ওখানে টিকা কর্যক্রম উদ্বোধন করেছি। কোচিং সেন্টারের বিভিন্ন সুনাম গেয়ে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানতে তিনি আগামীকাল তার কর্যালয়ে দেখা করতে বলেন প্রতিবেদককে।
Comments