Image description

হবিগঞ্জে বিশ্ব ডিম দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের শায়েস্তানগর জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। পরে দুপুর সাড়ে ১২টায় বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

"ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. আব্দুর রেজ্জাক, বিকেজিসি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার খানম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেন, বাংলাদেশ ডিমে স্বয়ংসম্পূর্ণ। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। শিশুদেরকে বেশি বেশি ডিম খাওয়াতে হবে। শিশুদেরকে জাঙ্ক ফুড খাওয়ানো থেকে বিরত রাখতে হবে।

তিনি বলেন, মানুষকে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা, নিয়মিত ডিম খাওয়ায় উৎসাহ দেওয়া এবং ডিম নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো দূর করতে হবে।