Image description

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের মনমোহন দাশ, এক হকারি, দীর্ঘ ২৯ বছরের বেশি সময় ধরে প্রতিদিন হবিগঞ্জ শহর থেকে পত্রিকা নিয়ে লাখাইবাসীর হাতে পৌঁছে দিচ্ছেন। তিনি লাখাইয়ে সংবাদ প্রবাহের এক জীবন্ত কিংবদন্তী।

মনমোহন দাশের সংগ্রাম শুরু হয় ১৯৯৬ সালে। প্রতিদিন ১৬–১৭ কিলোমিটার দূরত্ব বাইসাইকেলে পত্রিকা নিয়ে যাওয়া শুরু করেছিলেন। ২০২১ সাল থেকে বাইসাইকেল ছেড়ে বিভিন্ন পরিবহনের মাধ্যমে পত্রিকা সংগ্রহ করছেন, তবু তাঁর নিষ্ঠা অটুট রয়েছে। বিশেষ কোনো কারণে তিনি কখনো কর্মবিরতি দেননি; কারণ তিনি জানেন, না গেলে লাখাইয়ে সংবাদ পৌঁছাবে না।

পেশার ত্যাগের মধ্যেও মনমোহন দাশ নিজের দুই সন্তানকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করেছেন। বড় ছেলে বর্তমানে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা এবং ছোট ছেলে বিএ অনার্স শেষ করে একটি এনজিওতে কাজ করছেন।

মনমোহন দাশ স্বীকার করেন, বর্তমানেও তিনি এই পেশায় নিয়োজিত আছেন কারণ এটি তার "রক্তের সাথে মিশে গেছে।" যদিও পত্রিকা বিক্রি থেকে লাভ সামান্য, মাঝে মাঝে দুই–তিনশ টাকা রোজ হয়, যা সংসার চালাতে যথেষ্ট নয়। বর্তমানে তাঁর সন্তানরাই সংসারের দায়িত্ব নেন।

তিনি আরও জানান, সাংবাদিকতার যোগ্যতা থাকা সত্ত্বেও হকারি পেশায় থাকতেই হচ্ছে। একজন নিরহংকার ও সদালাপী মানুষ হিসেবে লাখাই উপজেলার সকল অফিস, দপ্তর ও সাধারণ মানুষের কাছে তিনি সুপরিচিত।

মনমোহন দাশ উদ্বেগ প্রকাশ করেন, যে পত্রিকার মাধ্যমে শিল্পপতি, গুণীজন ও দেশ-বিদেশের খবর মানুষের কাছে পৌঁছায়, সেই পত্রিকার হকারদের যথাযথ আর্থিক মূল্যায়ন না করা হলে ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ পেশায় নতুন প্রজন্ম আসবে না।

নিরলস এই কর্মীকে যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।