নারায়ণপুর পৌরসভা বাতিল ও ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের মতলব দক্ষিণে স্থানীয় জনগণ নারায়ণপুর পৌরসভা বাতিল ও ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনের এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক ও সাবেক শিক্ষক শহিদুল্লাহ মুন্সি, বশির উদ্দিন ঢালী, আব্দুস সাত্তার মিয়াজী, বোরহান উদ্দিন প্রধান, সিরাজ প্রধান, ক্বারী মহরম আলী, হেদায়েত উল্লাহ পাটোয়ারী ও শাহীন প্রধান। এছাড়া নজরুল ইসলাম প্রধান, সেলিম ঢালী, কান্তি বোশন দত্ত, আলী আর্শ্বাদ পাটোয়ারী, আব্দুল হাই মুন্সিসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষজন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয়। একই বছরের ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়ণপুর পৌরসভার গেজেট প্রকাশ করে এবং তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। পরে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন। আদালতের রায়ে পৌরসভার কার্যক্রম স্থগিত হয়।
পরবর্তীতে হাইকোর্টের একটি বিচারিক বেঞ্চ নারায়ণপুর ইউনিয়নের পক্ষে দায়ের করা মামলা খারিজ করে পৌরসভাকে বহাল রেখে রায় দেন, এবং তখন থেকে পৌরসভার কার্যক্রম চলমান রয়েছে।
মানববন্ধনের মাধ্যমে স্থানীয়রা পুনরায় পৌরসভা বাতিল ও ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবি জানান।
Comments