Image description

মুন্সীগঞ্জে মা ইলিশ সংরক্ষণের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মাধ্যমে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এই অভিযান সোমবার (১০ আক্টোবর) দিবাগত রাত ১২ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত চলেছে। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, সাথে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, কোস্টগার্ড, নৌপুলিশ ও থানা পুলিশের সদস্যরা।

মুন্সীগঞ্জ সদরসহ লঞ্চঘাট, মোল্লার চর, চর কিশোরগঞ্জ, বকচর, সরদার কান্দি, কালির চর ও বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে পাওয়া অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

জেলার মৎস্য বিভাগ ও প্রশাসন এই অভিযানকে মা ইলিশের সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের দীর্ঘমেয়াদি নিরাপদ আহরণের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে।