Image description

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আকতারুজ্জামান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার তিসকারপুর এলাকায় অভিযান চালান।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের তোফাজ্জুল রহমান (১৯) এবং একই গ্রামের লাইন মিয়া (১৭) নামে দুই ইয়াবা কারবারিকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার তাদেরকে হবিগঞ্জ জেলা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।