ফুলবাড়ী অ্যানথ্রাক্স প্রতিরোধে কসাইদের নিয়ে সচেতনতামূলক সভা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে কসাইদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান কনকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মওদুদ হাসান, সেনেটারী ইন্সপেক্টর মোছাঃ সালমা খাতুন, ফুলবাড়ী উপজেলার একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এসএম বাবুল, প্রেসক্লাব ফুলবাড়ীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন,উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ী সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের কসাইগন উপস্থিত ছিলেন।
বক্তারা অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে কসাইসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
Comments