Image description

১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম প্রাচীন সাংবাদিক সংগঠন, ঐতিহ্যবাহী গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক ''আমার দেশ'' পত্রিকার সাংবাদিক আজহারুল হক ও সাধারন সম্পাদক পদে দৈনিক ''যায়যায়দিন'' পত্রিকার সাংবাদিক সৈয়দ আসাদুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে নব নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

অপরাপর নির্বাচিতরা হলেন; সহসভাপতি, শফিউল আলম মারুফ (দিগন্ত বাংলা), নির্বাহী সদস্য, রোবেল মাহমুদ (আজকের পত্রিকা), আতাউর রহমান মিন্টু (ইত্তেফাক), মোফাজ্জল আনসারী (সংগ্রাম), কামরুজ্জামান লিটন (দিনকাল), মানছুর আহমেদ (স্বদেশ সংবাদ), মতিউর রহমান (বিজয় টিভি)।