Image description

বরিশাল নগরীতে জাতীয় পরিচয়পত্রে অসঙ্গতি ও সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর পুল মানু মিয়ার লেন এলাকায় বারেক মজুমদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুর ইসলাম জানান, জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত প্রধান ব্যক্তি রিতা বালা নামে পরিচয় দিয়েছেন। তার জাতীয় পরিচয়পত্রে তথ্য সঠিক থাকলেও ছবি নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা গেছে। স্থানীয় গুজব রয়েছে যে তিনি ভারতীয় নাগরিক বা রোহিঙ্গা হতে পারেন। তবে তিনি নিজেকে মাদারিপুরের রাজৈই এলাকার বাসিন্দা ও বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

রিতা পুলিশকে জানান, তিনি চিকিৎসার জন্য বরিশালে এসেছেন এবং তার এক ভাই তাকে মকবুল হোসেনের মেয়ের বাসায় রেখে গেছেন। মকবুল হোসেন, যিনি রিতাকে আশ্রয় দিয়েছেন, জানান, তিনি একটি খাবার হোটেলের মালিক। তার হোটেলে এক ব্যক্তি রিতাকে নিয়ে আসতেন। থাকার জায়গা না থাকায় মকবুল তার মেয়ে আসমা বেগমের বাসায় রিতাকে আশ্রয় দেন।

আসমা বেগম জানান, রিতা প্রায় এক মাস আগে তার বাবার পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তাদের বাসায় আসেন। তিনি অসুস্থ ছিলেন এবং হিন্দু ধর্মাবলম্বী হলেও বোরখা পরে চলাচল করতেন। আসমা বলেন, “আমরা তার জাতীয় পরিচয়পত্র দেখেছি, কিন্তু তার পূর্ণ পরিচয় সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, আটককৃত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় এবং কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।