
প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের হাতে ছিল দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান দাবিগুলোর মধ্যে ছিল; উভয় কক্ষে পিআর (PR) পদ্ধতিতে নির্বাচন চালু করা, জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সকল গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মোঃ রুহুল আমিন। তিনি বলেন, "পিআর পদ্ধতি ও জুলাই সনদ পাশাপাশি স্বৈরাচারী শেখ হাসিনার বিচার ও জাতীয় পার্টির নিষিদ্ধ এবং দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।" তিনি পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, দারুস সালাম সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
Comments