Image description

আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সকাল (১৫ অক্টোবর) দশটা থেকে এগারটা পর্যন্ত জেলা শহরের কালিতলা বাসটার্মিনাল থেকে শুরু করে গাছবাড়ি পর্যন্ত এই মানবন্ধন অনুষ্ঠিত হয় জেলা জামায়াতে ইসলামীর ব্যানারে। শহরের চৌরঙ্গি মোড় পয়েন্টে জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নিয়ে বক্তব্য দেন। 

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।

বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নীলফামারী-০২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-০৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী, ডোমার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, নীলফামারী পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, সারাদেশের মানুষ চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন উভয় কক্ষে (নিম্ন ও উচ্চ কক্ষ) পিআর পদ্ধতিতে হোক। দেশের ২৬টি দল পিআর পদ্ধতিকে সমর্থন দিয়েছে।

এই পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে জাতীয় সংসদে, সকল দলের প্রতিনিধি কথা বলতে পারবে। সংসদ একটি দলের হয়ে উঠবে না, এমনকি দেশে একটি দলের আধিপত্য থাকবে না। এ কারণে পিআর পদ্ধতি এখন মানুষের আকাঙ্খায় পরিণত হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, আমরা সরকারের কাছে আহবান জানাই, আগামী নির্বাচন যেন পিআর পদ্ধতিতে আয়োজন করা হয়। সারাদেশের কর্মসূচিতে দেশের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে এই দাবীতে সমর্থন দিয়েছে।

জামায়াতের জেলা আমীর বলেন, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেশের মানুষের অংশগ্রহণ বোঝেন এবং এই দাবী মেনে নেন।
মানববন্ধনে ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার, জুলাই সনদসহ পাঁচ দফা দাবী বাস্তবায়নে গনভোটের আয়োজন করার আহবান জানানো হয়।