রাঙ্গামাটির বিলাইছড়িতে বুধবার (১৫ অক্টোবর) যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। গ্রামীণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে নারীদের বিশেষ ভূমিকার স্বীকৃতি এবং তাঁদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দিবসটি পালিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় “অংশিদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা” (PRLC) প্রকল্পের অধীনে স্থানীয় এনজিও হিল ফ্লাওয়ারের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা গ্রামীণ নারীদের উন্নয়নে জোর দেন।
হিল ফ্লাওয়ার এনজিও’র প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য বলাকা রাণী চাকমা, রিতা চাকমা, কবিতা চাকমা, জ্যোতি ময় চাকমা, বাবু লাল তঞ্চঙ্গ্যা, নন্দলাল চাকমা এবং রিপোর্টার অসীম চাকমা।
সভায় বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে নারীদের অবদান অনস্বীকার্য। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব। তবে কিছু ক্ষেত্রে নারীরা এখনও পিছিয়ে থাকায় তাঁদেরকে সচেতন করার মাধ্যমে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে পিআরএলসি প্রকল্পের সফল ৩ জন নারী উদ্যোক্তাকে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
Comments