খুলনা মহানগরীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে নৌবাহিনীর নাবিক ভর্তি সংক্রান্ত প্রতারণা চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নপত্র, উত্তরপত্র, ব্ল্যাংক ব্যাংক চেক ও নথিপত্র জব্দ করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, এ-২০২৬ ব্যাচের নবীন নাবিক ভর্তির কার্যক্রম ৯ অক্টোবর থেকে চলমান। ভর্তি কেন্দ্রের আশেপাশে নিয়মিত অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় ১৫ অক্টোবর রাত সাড়ে ১১টায় খুলনা হোটেল, হোটেল ধানসিঁড়ি ও হোটেল সোসাইটি (আবাসিক)-তে অভিযান চালানো হয়। এ সময় চক্রের দুই সদস্য রেল স্টেশন এলাকা দিয়ে পালানোর চেষ্টা করলেও গোয়েন্দা কর্মকর্তা মাসুদ রানা আনুমানিক ৩ কিলোমিটার দৌড়ে তাদের ধরে পুলিশে হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার রিফাইতপুর গ্রামের আমজাদ হোসেনের পুত্র আশিকুর রহমান (২১) ও একই উপজেলার চক দৌলতপুর গ্রামের দহিরুল ইসলামের পুত্র মোঃ বশিরউদ্দিন (৩৮)। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতারক চক্রটি ১০ থেকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রার্থীদের নিকট থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও স্টাম্প গ্রহণ করতো এবং ভর্তি সংক্রান্ত প্রশ্ন ও উত্তর সরবরাহ করতো। অভিযানের সময় হোটেলে অবস্থানকারী ১৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বাকি ১৩ জনের পরীক্ষা ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
নৌবাহিনী জানিয়েছে, নাবিক ভর্তি একটি স্বচ্ছ প্রক্রিয়া। কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো প্রতারণা এতে জড়িত নয়। আটককৃতদের বিরুদ্ধে খুলনা সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Comments