Image description

ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা (নেছারাবাদ মাদ্রাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও আলিম পরীক্ষার ফলাফলে গৌরব অক্ষুণ্ণ রেখেছে। আলিম পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ২৬৬ জন ছাত্র অংশগ্রহণ করেছে; যাদের মধ্যে ২৬২ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ১০৭ জন জিপিএ-৫, ১০৩ জন জিপিএ-৪ গ্রেড এবং বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

এ মাদ্রাসাটি অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষস্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে। প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আমিরুল মুছলিহীন হয়রত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফিডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করেছে। ভালো ফলাফল ও এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়াও ঝালকাঠি জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল হলো: ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৫৪৬ জন অংশগ্রহণ করে ৩২৩ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে বিজ্ঞান ও মানবিক শাখায় চার জন জিপিএ-৫ পেয়েছে। ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে ৪৮৭ জন অংশগ্রহণ করে ৩৮৯ জন উত্তীর্ণ হয়েছে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। বাসন্ডা কলেজ, ঝালকাঠি থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৭৮ জনের মধ্যে ৫৪ জন পাস করেছে। কেউ জিপিএ-৫ পায়নি। ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ৩৯ জন আলিম পরীক্ষায় অংশ নিয়ে ৩৬ জন উত্তীর্ণ হয়েছে এবং ৫ জন জিপিএ-৫ পেয়েছে। নওপাড়া ডিএস ফাজিল মাদ্রাসা থেকে আলিমে ১৭ জন অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং তিন জন জিপিএ-৫ পেয়েছে। সারেঙ্গল ফাজিল মাদ্রাসা থেকে ২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২২ জন উত্তীর্ণ হয়েছে এবং এক জন জিপিএ-৫ পেয়েছে। কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ৭ জন অংশগ্রহণ করে ৭ জনই উত্তীর্ণ হওয়ায় শতভাগের গৌরব অর্জন করেছে। এদের মধ্যে এক জন জিপিএ-৫ পেয়েছে।