‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগান নিয়ে গফরগাঁও উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে শোভাযাত্রা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন.এম আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু বক্কর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
Comments