Image description

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ ও ইএমই রিক্রুট ব্যাচ-২০২৫-এর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে ওই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে ৩৪৭ জন নবীন সৈনিক (রিক্রুট) সামরিক কায়দায় শপথ গ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান ও কর্নেল কমান্ড্যান্ট অব দি কোর অব ইএমই মেজর জেনারেল এসএম জিয়া-উল-আজিম (এনডিসি, এএফডাব্লিউ,পিএসসি)।

বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়ারেস খান (এসইউপি পিএসসি)। এ সময় নতুন সৈনিকদের দেশের উন্নয়নে আত্মনিয়োগে এবং সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

ইএমই কোরের নবীন সৈনিক হিসাবে ৩১৮ জন পুরুষ ও ২৯ জন নারী সহ মোট ৩৪৭ জন ৩৬ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ মূল্যায়নে উক্ত অনুষ্ঠানে দুইজন শ্রেষ্ঠ রিক্রুট অর্জন করেন। তাঁরা হলেন মো. তানভীর আহমেদ (টিএভি) ও দ্বিতীয় শ্রেষ্ঠ হন আকাশ (এসি)। শ্রেষ্ঠ রিক্রুটদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

প্যারেড গ্রাউন্ডের গ্যালারিতে এ সময় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল স্তরের সামরিক ব্যক্তিবর্গ এবং নবীন সৈনিকদের অভিভাবকগণ উপস্থিত থেকে মনোমুগ্ধকর প্যারেড উপভোগ করেন।