Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাহেব আলী (৩৮) অবশেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর হাতে গ্রেফতার হয়েছেন। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদক, সন্ত্রাস এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে র‍্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর একটি যৌথ আভিযানিক দল সুনামগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাহেব আলী দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের ৭টি, মাদক আইনে ২টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি, সন্ত্রাসবিরোধী ও নাশকতা আইনে ৩টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির ২টি মামলাসহ মোট ২০টি মামলা চলমান রয়েছে।

লে. কর্নেল সাজ্জাদ হোসেন আরও বলেন, সাহেব আলী এতটাই দুর্ধর্ষ যে তাকে গ্রেফতারের সময় তার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। তবে এবার র‍্যাবের চৌকস দলের পাতা ফাঁদ থেকে সে আর পালাতে পারেনি।

সাহেব আলীর গ্রেফতারে সিদ্ধিরগঞ্জ এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাকে আদালতে সোপর্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।