Image description

নেত্রকোনা সদর উপজেলার কারলি গ্রামের মোহাম্মদ আবুল বাশারের জীবন একসময় ছিল স্বাভাবিক। মনিহারি দোকানের আয় দিয়ে তিনি চালাতেন তার ছোট্ট সংসার। কিন্তু হঠাৎ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে পঙ্গুত্ববরণ করেন তিনি। এরপর থেকে তার জীবনে নেমে আসে চরম দুর্দশা। বৃদ্ধ মা-বাবা ও মাতৃহারা একমাত্র সন্তানকে নিয়ে দিনযাপন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন বাশার। তার সংসারের একমাত্র অবলম্বন ছিল একটি ব্যাটারি চালিত অটোরিকশা, কিন্তু সেটিও চুরি হয়ে যাওয়ায় পুরোপুরি ভেঙে পড়ে তার সংসার।

এই দুরবস্থার খবর পৌঁছায় নেত্রকোনা জেলা বিএনপির নেতা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন খান রনির কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন তিনি। ১৫ অক্টোবর, বুধবার বিকেলে আবুল বাশারের বাড়িতে গিয়ে তার মা ও সন্তানের উপস্থিতিতে রনি খান বাশারের হাতে তুলে দেন একটি নতুন ব্যাটারি চালিত অটোরিকশার কাগজপত্র ও চাবি। এই অটোরিকশা আবুল বাশারের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে বলে আশা করা হচ্ছে।

মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন খান রনি এ প্রসঙ্গে বলেন, “আমরা রাজনীতি করি মানুষের জন্য, তাদের দুঃখে পাশে দাঁড়ানোর জন্য। আবুল বাশারের মতো অসহায় একজন মানুষের জীবনে সামান্য আনন্দ ফিরিয়ে আনতে পেরেছি, এটাই আমাদের বড় প্রাপ্তি। তারেক রহমানের নির্দেশনায় আমরা সবাই মিলে জনগণের পাশে থাকব, তাদের মুখে হাসি ফিরিয়ে আনব।”

অন্যদিকে, আবুল বাশার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি আগে দোকানদারি করতাম, কিন্তু অসুস্থ হয়ে আর কিছু করতে পারি না। সংসারে অনেক কষ্ট ছিল। অটোরিকশাটা চুরি হওয়ার পর তো আমরা একদম পথে বসে গিয়েছিলাম। আজ রনি ভাই আমার জন্য নতুন অটো কিনে দিয়েছেন। আমি ও আমার পরিবার তাঁর কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ তাঁকে আরও ভালো রাখুন।”