
সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও প্রকাশিত হয়েছে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীরা কলেজ ও গুগল থেকে সংগ্রহ করেছেন তাদের ফলাফল । প্রাপ্ত ফলাফল অনুযায়ী রাজবাড়ীতে মোট শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৪টি কলেজের সকল শিক্ষার্থীরা ফেল করেছেন।
বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) থেকে পাওয়া ফলাফলে দেখা যায় রাজবাড়ীতে কালুখালির নুরনেসা কলেজ , গোয়ালন্দের হালিম মিয়া কলেজ , বীর মুক্তিযোদ্ধা ফকীর আঃ জব্বার কলেজ ও সদর উপজেলার ভরাট ভাকলা স্কুল এন্ড কলেজ এই মোট ৪ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেন নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাগেছে, এইচএসসি পরীক্ষায় রাজবাড়ীতে ৬হাজার ৩শত ৮০ জন অংশগ্রহন করে এদের মধ্যে ২হাজার ৯শত ২৮ জন কৃতকার্য হয়, ৩ হাজার ৪ শত ৫২ জন অকৃতকার্য হয়। এদের মধ্যে জিপিএ-৫ পান ১২৩ জন । পাশের হার ৪৫.৮৯ ।
আলিম পরীক্ষায় রাজবাড়ীতে মোট অংশগ্রহন করেন ৪শত৬৭জন। এদের মধ্যে ৩শত১৫ জন কৃতকার্য হয়। অকৃতকার্য ১শত৫২ জন । জিপিএ-৫ পান ০৫জন। পাশের হার ৬৭.৪৫ ।
এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহন করেন মোট ১শত৭৯ জন , কৃতকার্য হয় ৬১জন,অকৃতকার্য হয় ১শত ১৮জন । জিপিএ-৫ পান ৩ জন। পাশের হার ৩৪.০৭ ।
বিএম/বিএমটি পরীক্ষায় অংশগ্রহন করেন মোট ৭শত ৪৫ জন । কৃতকার্য হয় ৩শত৫৫ জন। অকৃতকার্য হয় ৩৯০জন । জিপিএ-৫ পান -০৫ জন । পাশের হার ৪৭.৬৫ ।
ফলাফলে দেখা যায় রাজবাড়ীতে কালুখালির নুরনেসা কলেজ, গোয়ালন্দের হালিম মিয়া কলেজ, বীর মুক্তিযোদ্ধা ফকীর আঃ জব্বার কলেজ ও সদর উপজেলার ভরাট ভাকলা স্কুল এন্ড কলেজ এই মোট ৪ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি।
Comments