Image description

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর আলিম মাদ্রাসা এবারের আলিম পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জন করেছে। মোট ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। ফলে পাশের হার দাঁড়িয়েছে ৮৪.৬২ শতাংশ।

এই সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। মাদ্রাসার অধ্যক্ষ এস এম মিজানুর রহমান বলেন, “এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত পরিশ্রমের ফল। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আরও সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।”

মাদ্রাসার বাংলা প্রভাষক আমজাদ ভূইয়া বলেন, “আলিম শিক্ষার্থীদের নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। তাদের এই সাফল্য আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।”

শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও কাহালপুর আলিম মাদ্রাসা এভাবেই ভালো ফলাফল অর্জন করে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখবে।