
ফেনীর দাগনভূইয়া উপজেলার রামনগরে ইউনিয়নের আজিজ ফাজিল পুর গ্রামে দাগনভূইয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে স্থানীয় তুলাতুলি বছরে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।
এ সময় এলাকাবাসী পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বাহাদুর, জামাল উদ্দিন টিংকু, আবদুল মালেক মানিক ও মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বিকম প্রমুখ।
মানববন্ধনে তারা বলেন, আজিজফাজিল পুর গ্রাম ঘনবসতি পূর্ণ গ্রাম, এখানে প্লান্ট স্থাপন হলে লোকজন ক্ষতিগ্রস্থ হবে। তাই অন্যত্র এ প্লান্টের জন্য জোর দাবি জানান।
Comments