Image description

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. ইউনুস (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা 'প্রবাল এক্সপ্রেস' ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. ইউনুস।

নিহত ইউনুস রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমদের বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

তবে স্থানীয়দের ধারণা, অসতর্কতা বা ট্রেনের গতি ভুলভাবে অনুমান করার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটতে পারে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের এমইউপি (সদস্য) আলম শাইর ঘটনাটি নিশ্চিত করেছেন। খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।