Image description

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেছেন, "কেউ খাবে কেউ খাবে না। কেউ চিকিৎসা পাবে কেউ চিকিৎসা পাবে না। একজন সুযোগ পাবে আর একজন পাবে না। বিএনপি বৈষম্যে বিশ্বাসী নয়। সবসময় কাজে বিশ্বাসী। কথার ফুলঝুড়িতেও বিশ্বাসী নয়। অনেক মানুষকে আপনারা এলাকার উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। এবার যদি আমাকে বা আমার দলকে দায়িত্ব দেন আমরা আপনাদের পাশে থেকে আপনাদের দুঃখ-কষ্ট লাঘব করার চেষ্টা করব।"

তিনি আরও বলেন, "ফ্যাসিষ্ট সরকারের আমলে রাত্রিতেৎ ঘুমের মধ্যে ভোটারের ভোট হয়েছে। ২০০৮ সালের পর থেকে ভোট কী সেটি দেশের মানুষ ভুলে গেছে। কিন্তু আগামী ২৬ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা পছন্দের প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন।" 

দিনাজপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার হাকিমপুরে পথ সভায় কথাগুলো বলেন। 

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপি পৌরসভার ৪টি ওয়ার্ডে পথ সভার আয়োজন করে। 

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।