Image description

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল খালেক রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা সফর করেছেন। রবিবার (১৯ অক্টোবর) তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও বিলাইছড়ি কলেজের ছাত্রাবাস নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে,পরিদর্শন সঙ্গী হিসেবে ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ (যুগ্ন সচিব), রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সিনিয়র সহকারী সচিব নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, বিলাইছড়ি উপজেলা প্রশাসক মো: মামুনুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা,১ং বিলাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমূখ।