ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

"তরুণ নেতৃত্ব বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন" স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেলে বড়ভিটা ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এবং চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট (এমজেএসকেএস) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক ও কিশোর-কিশোরী সমাবেশ, বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষক মোখলেছুর রহমান বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন খন্দকার, বড়ভিটা ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি নাফিসা তাবাসসুম, ফুলবাড়ী উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আনিসুর রহমান, মহিদেব যুব কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইড প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, নাজমু আলোসহ আরও অনেকে।
সমাবেশ শেষে, বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে উৎসাহিত করবে। সবশেষে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি নাটক এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বাল্যবিবাহ রোধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
Comments