Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে ফাঁকা গুলি ছুড়ে বিপুল পরিমাণ স্ক্র্যাপ লোহা লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত একদল পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলীয় কদম রসুল এলাকার এসএইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

শিপইয়ার্ড কর্মকর্তা মোহাম্মদ মোহসিন বলেন, ঘটনার রাতে সাগর উপকূলে একটি লাল এবং একটি সাদা বোট নিয়ে এসে ডাকাত দল শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে। এ সময় ইয়ার্ডের বোটে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ, মো. নাসির উদ্দিন, মো. আয়াতুল্লাহসহ শিপইয়ার্ডের প্রহরীদের জিম্মি ও মারধর করে আহত করে। 


শিপইয়ার্ডে কর্মরতরা বিষয়টি মোবাইল ফোনে পুলিশকে জানালে থানা পুলিশের একটি দল কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ডাকাত দল কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে শিপইয়ার্ড থেকে প্রায় ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা নিয়ে পালিয়ে যায়।  ঘটনা নিশ্চিত করেছেন এসএইচ এন্টারপ্রাইজের ম্যানেজার ফখরুল ইসলাম জিকু। 

সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক খায়ের উদ্দিন  বলেন, ডাকাতির খবর পেয়ে তিনি কদম রসুল এলাকার ওই শিপইয়ার্ডে গিয়েছিলেন। তিনি ঘটনার বিস্তারিত জানাতে অপারগতা জানিয়ে এ বিষয়ে থানার ওসির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান। 

বক্তব্য জানতে সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমানের সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।