গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার সকালে হাটুরিয়াচালা এলাকায় মাদক সেবনের দায়ে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন, হাটুরিয়া চালা এলাকার আয়নাল হকের ছেলে লিটন সরকার (২৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে লিটন সরকার মাদক সেবন করছিলেন। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ ঘটনাস্থলে গিয়ে লিটনকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ বলেন, “মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে আছে। আমাদের মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
Comments