তাড়াশে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি ও কর্মী সমাবেশ
সিরাজগঞ্জের তাড়াশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুমের নেতৃত্বে প্রস্তুতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিনসাড়া বাজারে যুবদলের বারুহাস ও তালম ইউনিয়ন যুবদলের আয়োজনে বারুহাস ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহম্মেদ মাসুম। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন খান, শুকুর মির্জা, এস এম রুহুল, তাড়াশ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব হাসান মির্জা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা-কর্মীগণ। পরে বিনসাড়া বাজারে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
Comments