Image description

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এএ ইয়াং মিলস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন দীর্ঘদিনেও পরিশোধ না করায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

কারখানার শ্রমিক আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের বেতন দেওয়ার কথা প্রতি মাসের ৭ তারিখ, কখনো ১০ তারিখেও মেনে নিই। কিন্তু এখন অক্টোবরের ২৩ তারিখ, তবু গত আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসের বেতন দেওয়া হয়নি। আমরা সংসার চালাবো কীভাবে? বাড়িভাড়া, দোকানের বাকি, এসব কেউ বুঝতে চায় না।

নারী শ্রমিক সায়মা আক্তার বলেন, দুই মাসের বেতনের কোনো খবর নেই। আজ ২৩ তারিখ, অথচ বেতন দেওয়ার কোনো নিশ্চয়তা নেই। ঘরে চাল-ডাল নেই, সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। আমরা কারও ক্ষতি করতে চাই না, কিন্তু উপায়ও তো নেই। যে বেতন পাই, তা দিয়েই দোকানের বাকি ও বাড়ি ভাড়া মিটিয়ে শূন্য হাতে ঘরে ফিরতে হয়। বৃদ্ধ মা-বাবা ও সন্তানরা আমাদের বেতনের জন্য অপেক্ষা করে থাকে। অথচ সময়মতো বেতন পাই না। পরে পুলিশ আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে।

এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. সুলতান উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, সকাল ১১টার দিকে এএ ইয়াং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তাদের সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এর কিছু সময় পর শ্রমিকরা বিভিন্ন দিক থেকে আবার মহাসড়কে এসে ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এতে কয়েকজন পুলিশ আহত হন এবং পুলিশের একটি জিপের কাচ ভেঙে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক।