মাদারীপুরের কালকিনি উপজেলায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে কালকিনি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ সার বিতরণের উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন।
২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।
এতে মোট ৩৫০০ জন কৃষকের মাঝে বারি সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রাপ্ত প্রণোদনার সদ্ব্যবহার করে ফসল উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জনে ভূমিকা রাখতে আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: রায়হান কবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস সহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষান-কৃষানীরা।




Comments