রাজশাহীতে শিক্ষার্থীদের জন্য "বিগেস্ট ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫"
রাজশাহীতে "বিগেস্ট ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫" অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় হোটেল রয়েল রাজ হল রুমে অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সির আয়োজনে শিক্ষার্থীদের স্পট এডমিশনের ব্যবস্থা করা হয়।
অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোনাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল) কাউন্সেলর আযলি বিন আব্দুল সালী এবং ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল) সিনিয়র কাউন্সেলর কে.এ জিসান।
মেহজাবিন ইসলাম মাইসার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি লেখক গোলাম মোর্শেদ, বরেন্দ্র কলেজের হেড অব আইসিটি আমিনুল ইসলাম, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম, ইংলিশ স্পোকেন ক্লাবের সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।
আজলি বিন আব্দুল সালী বলেন, ছয়টি স্কেলে অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সির মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে শিক্ষার্থীরা। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এখানে শিক্ষা ভিত্তিক কোর্সগুলোর খরচ অনেক কম বলেও জানান তিনি। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়টি মালয়েশিয়ার সেরাদের মধ্যে একটি। ফাইভ স্টার মানের অবকাঠামোগত সুবিধাসহ অনলাইনেও শিক্ষাসেবা নেওয়ার সুযোগ আছে এখানে।
অ্যাডাপ্টের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোনাম উদ্দীন বলেন, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থীর অভিযোগ আছে দেশের কনসালটেশন সেন্টারের বিরুদ্ধে। কিন্তু অ্যাডাপ্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের কোনো অভিযোগ নেই। তিনি আরো বলেন, ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেশ বড় ভূমিকা রাখে অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সি। যেকোনো দেশের শিক্ষা ব্যবস্থা ও ভর্তি সংক্রান্ত নানা তথ্য দিয়ে বিভিন্ন গবেষণাসহ বিদেশে থাকা এবং পার্ট টাইম চাকরির ব্যবস্থা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাডাপ্ট বলেও জানান তিনি।
মোনাম উদ্দীন বলেন, আগামী ৭ দিনের মধ্যে শর্তসাপেক্ষে ২০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য ব্যাংকিং সিস্টেমে সেবা প্রদানের নিশ্চয়তার কথাও জানান তিনি।




Comments