পীরগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ দম্পতির ওপর হামলার অভিযোগ
রংপুরের পীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে আহত করেছে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গিয়েছে মর্মে পীরগঞ্জ থানায় লিখত অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী মোঃ খিজির ফকির (৬০) ও তার স্ত্রী মোছাঃ জোৎস্না বেগম (৪৭) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের মৃত আঃ খালেক ফকিরের ছেলে মোঃ খিজির ফকিরের সঙ্গে একই গ্রামের খাজের ফকিরের সন্তানদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে আসামী মোঃ জাইদুল ইসলাম (৪০), মোঃ হামিদুল ইসলাম (৪৫), মোঃ সাইদুল ইসলাম (২৫), মোঃ জেনারুল ইসলাম (১৯)সহ আরও ৭-৮ জন দলবদ্ধ হয়ে খিজির ফকিরের বাড়িতে প্রবেশ করে।
এসময় তারা হাতে বাঁশের লাঠি, লোহার রড, স্টিল পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে বৃদ্ধ খিজির ফকির ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে। এতে ডান বাহুতে লাগে এবং হাড় গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। হামলাকারীরা তার স্ত্রী জোৎস্না বেগমের পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করেন হলে এজাহারে উল্লেখ করেন ভুক্তভোগীরা।
পরে তারা ঘরের স্টিলের বাক্স ভেঙে জমি বিক্রির টাকা, গরু বিক্রির টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে এজাহারে উল্লেখ করে ভুক্তভোগী।
এ বিষয়ে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাহিদ হোসেন বলেন (২৭ অক্টোবর) মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান।




Comments