পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নওগাঁয় ইসলামী আন্দোলনের বিক্ষোভ
'জুলাই জাতীয় সনদের' আইনি ভিত্তি প্রদান এবং 'পিআর' (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে নওগাঁ জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে নওজোয়ান মাঠ সংলগ্ন মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি শহিদুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
বক্তারা বলেন, জনগণের বিপুল প্রত্যাশা ও গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত ‘জুলাই জাতীয় সনদের’ দ্রুত আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি।
জেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম হুঁশিয়ারি দেন, সনদকে সাংবিধানিকভাবে স্বীকৃতি না দিলে গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।
জেলা সেক্রেটারি শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বিদ্যমান ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে ভোটের সঠিক প্রতিফলন ও জনগণের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল অর্থাৎ 'পিআর পদ্ধতি'তে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান।
বক্তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। দাবি মানা না হলে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশে দলটির কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




Comments