সিরাজগঞ্জ
ব্রিজের মাঝখানে ফাটল, ঝুঁকি নিয়েই পার হচ্ছে যানবাহন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নের অর্জুনী গ্রামের শেষ প্রান্তে অবস্থিত একমাত্র সংযোগ সেতুটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
ব্রিজের মাঝখানে বড় ফাটল তৈরি হয়ে নিচের মাটি পর্যন্ত দেখা যাচ্ছে। তবুও ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার হচ্ছে শত শত মানুষ ও যানবাহন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত এই ব্রিজের ওপর দিয়েই গ্রামের মানুষ ও কৃষিপণ্যবাহী যানবাহন চলাচল করছে। প্রতিদিন শত শত পথচারী, মোটরসাইকেল, ভ্যান, ট্রলি এবং ধান, ইট-বালু বহনকারী ভারী গাড়ি এই ব্রিজ ব্যবহার করছে। এতে ক্ষতিগ্রস্ত অংশ আরও নাজুক হয়ে পড়ছে।
অর্জুনী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “ব্রিজের মাঝখানে এমন ফাটল ধরেছে যে নিচে মাটি দেখা যায়। তবুও গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে।”
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে ব্রিজটির মাঝখানে ফাটল দেখা দিলে তখন অস্থায়ীভাবে লোহার পাত বসিয়ে ঢালাই করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ভারী যানবাহন চলাচল ও অবহেলার কারণে আবারও নতুন জায়গায় বড় ফাটল দেখা দিয়েছে।
গ্রামবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করতে শুরু করেছেন।
স্থানীয় সচেতন মহল বলেন, “ব্রিজটি ভেঙে গেলে অন্তত তিনটি গ্রামের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই জরুরি ভিত্তিতে এটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা প্রয়োজন।”
উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “অর্জুনী এলাকার ব্রিজটির বিষয়ে আমরা অবগত হয়েছি। খুব শিগগিরই সেখানে পরিদর্শন করা হবে। প্রয়োজনীয় সংস্কারকাজের প্রস্তাব তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, “স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হলে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।”




Comments