জলঢাকার সাব রেজিষ্টারের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নীলফামারী জলঢাকার সাব-রেজিষ্টার লুৎফর রহমান মোল্লা এবং তার অফিস স্টাফদের সীমাহীন ঘুষ, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করছে সচেতন নাগরিক সমাজের আহবায়ক আনোয়ার হোসেন।
সোমবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগ তুলে ধরেন।
এ সময় আনোয়ার হোসেন বলেন " লুৎফর রহমান মোল্লা অদৃশ্য খুটির জোরে জলঢাকা দুর্নীতি করে যাচ্ছে। তার স্টাফের সহযোগিতায় প্রতিটি দলিলে বিভিন্ন খাত দেখিয়ে মোটা অংকের ঘুষ নিয়ে থাকে। টাকা ছাড়া তিনি কোনো সেবা দেন না। আমি জলঢাকা সচেতন নাগরিক সমাজের আহবায়ক হিসাবে নয় একজন সাধারণ মানুষ হিসাবে লুৎফর রহমান মোল্লাকে দ্রুত ওএসডি করে তার সকল অপকর্মের বিচার ও সব সম্পদের হিসাব নেয়ার আহবান করছি আপনাদের ( সাংবাদিক ) মাধ্যমে। আমি গত ২৫ শে আগষ্ট জলঢাকা জিড়ো পয়েন্ট মোরো ওনার বিরুদ্ধে মানববন্ধন করছিলাম। এতে সকলস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। আজকে আবার আপনাদের মাধ্যমে সারাদেশের মানুষকে লুৎফর রহমান মোল্লার ঘুষ, দুর্নীতি, অনিয়ম তুলে ধরে বিচার দাবি করছি'।




Comments