ভালুকায় ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ২৫ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহের উপজেলার সিডষ্টোর বাজার ও মাষ্টার বাড়ী বাজারে মনিকা ফ্যাশন সহ ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২৭অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার সিডস্টোর বাজারের মনিকা ফ্যাশনকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ক্যান্সারের অন্যতম কারণ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কয়েকটি প্রসাধনী সামগ্রী অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে নগদ সাত হাজার, স্কয়ার মাস্টারবাড়ী বাজারের সাভার সুইটমিটকে অতিরিক্ত ওজনের মিস্টির কার্টন ব্যবহার ও মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার, মেসার্স আমিন ড্রাগ হাউজকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষন ও ফিজিশিয়ান স্যাম্পল রাখায় পাঁচ হাজার এবং মাস্টার ডেইলি সপকে প্যাকেটের গায়ে আমদানী কারকের ল্যাবেল না থাকায় আট হাজার টাকাসহ মোট পচিশ হাজার টাকা জরিমানা করেন।
প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ, অতিরিক্ত ওজনের মিস্টির কার্টন ব্যবহার, পণ্যের অতিরিক্ত দাম, মেয়াদোত্তীর্ণ, প্যাকেটের গায়ে আমদানী কারকের ল্যাবেল না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দোকান মালিকদেরকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম। উপজেলা সেনেটারীইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সামছুল ইসলাম রমিজ ও ভালুকা মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে বিভিন্ন গণ মাধ্যমের স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




Comments