পরশুরামে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইন
ফেনীর পরশুরামে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে বটতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্পেইনে ছাত্র-ছাত্রী, পথচারী বাজারের ব্যবসায়ীসহ প্রায় দুইশ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো: ফজলুর রহমান, মো. তৌহিদুর রহমান ও মো. সাব্বির জামিল, ফাউন্ডেশনের সহ-সভাপতি মাহমুদুল হাসান নাদিম, পরিচালক মো: আবদুল মুমিন, সাধারণ সম্পাদক মো: সুমন উদ্দিনসহ কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন পরশুরামে যে ভুমিকা রাখছে তা খুবই অতুলনীয়। অসহায়, দরিদ্র করোনা, বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ ভুমিকা রাখছে। সরকারের উচিত এই সব স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে সহজভাবে রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করে আরও আর্থিকভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়া।
বটতলী বাজারের বিশিষ্ট সমাজ সেবক আবদুল আলিম জানান পরশুরামে স্বপ্ন চূড়া স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা,অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছে। এসব কাজের জন্য কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান।




Comments