মাধবপুরে চা-বাগান থেকে অবৈধভাবে কাটা কাঠ জব্দ করলো বন বিভাগ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা-বাগান থেকে বন বিভাগ অবৈধভাবে কাটা প্রায় ১০৮ ফুট কাঠ জব্দ করেছে। জব্দ করা কাঠের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার (২৯ অক্টোবর) সকালে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে স্থানীয় বিট কর্মকর্তা গোলাম কাদেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
বিট কর্মকর্তা গোলাম কাদের বলেন, “আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ইউএনও স্যারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পাওয়ার পর অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে মামলা দেওয়া হবে।”
এ বিষয়ে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। চা-বাগান পরিচালনায় বেশ কিছু অনিয়ম ও নীতিলঙ্ঘনের তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনেরও দায়িত্ব রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, বৈকুণ্ঠপুর চা-বাগানের দুই ম্যানেজার শামসুল হক ও গোলাম মহিউদ্দিন দীর্ঘদিন ধরে বাগানের গাছ কেটে পাচার করছেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
যোগাযোগ করা হলে বাগানের ম্যানেজার শামসুল হক ভুইয়া বলেন, “একটি মহল বাগান নিয়ে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। যে কাঠ জব্দ করা হয়েছে, তা আসলে লাকড়ির কাঠ।”




Comments