গাজীপুর পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পূবাইল থানার মিরেরবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করে র্যাব-১১ এর একটি টহল দল। ঘটনার পর র্যাব সদস্যরা আটককৃতদের হেফাজতে নিয়ে পূবাইল থানায় হস্তান্তর করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানার রাজাবাড়ী কান্দি গ্রামের মৃত আলী আকবরের ছেলে ট্রাকচালক মো. কুদ্দুস (৩৯) এবং একই গ্রামের কালু মিয়ার ছেলে হেলপার মো. জুম্মান মিয়া (২৭)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা একটি ট্রাকে করে নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল এলাকা থেকে টঙ্গীর দিকে যাচ্ছে। খবর পেয়ে র্যাব-১১ এর ডিএডি ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আবু হাসান-এর নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে দ্রুত পূবাইলের মিরেরবাজার এলাকায় গিয়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে। রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে টঙ্গীমুখী একটি হলুদ-নীল রঙের ট্রাক থামার সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকেই আটক করেন। ট্রাক তল্লাশি করে দুইটি পাটের বস্তার ভেতর স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ১৯টি প্যাকেটে মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতি কেজির বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা, যার মোট মূল্য প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। উদ্ধার ও জব্দ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন এসআই (নিঃ) মুহাম্মদ কাসিম, যিনি আইনি প্রক্রিয়া অনুসারে জব্দ তালিকা প্রস্তুত করেন।




Comments