Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবীণ দলিল লেখক আলহাজ জহুরুল আলম চৌধুরী প্রকাশ বাবুল মুন্সি মারা গেছেন করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। 

জহুরুল আলম চৌধুরী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল মৃত নুরুল ইসলাম চৌধুরীর দ্বিতীয় পুত্র। 

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বাবুল মুন্সি দীর্ঘ ৪১ বছর যাবত দলিল লেখক হিসেবে উপজেলা জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়াও তিনি জোড়ামতল আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক, সভাপতি, জোড়ামতল চৌরাস্তা জামে মসজিদের সভাপতিসহ অসংখ্য প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। 

এদিকে প্রবীণ দলিল লেখক, শিক্ষানুরাগী আলহাজ্ব জহুরুল আলম চৌধুরী প্রকাশ-বাবুল মুন্সির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিন, সেক্রেটারি আলহাজ মোস্তাফিজুল হাকিম চৌধুরী, দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।