মাধবপুরে বীরমুক্তিযোদ্ধা হাজী মো. ইউনুছ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইউনুছ মিয়ার বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে মরহুমকে সর্বোচ্চ সম্মান জানিয়ে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। স্থানীয়রা বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ও তার আত্মার শান্তি কামনা করেন।
মুক্তিযুদ্ধকালে সাহসী ভূমিকার জন্য জনসমাজে সম্মানিত ছিলেন হাজী মো. ইউনুছ মিয়া, যিনি দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন।




Comments